Q. 'মর্লে-মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়?

Answer: 1909 সালে

'মর্লে-মিন্টো সংস্কার 1909 সালে ঘোষিত হয়।মর্লে-মিন্টো সংস্কার ঘোষণা করেছিলেন ভারত সচিব জন মর্লে এবং বড়লাট লর্ড মিন্টো। মর্লে-মিন্টো সংস্কার কাউন্সিল আইন নামেও পরিচিত।

Related GK

Q. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব (resolution) নেওয়া হয়েছিল ?

A. 26শে জানুয়ারি 1935
B. 14ই এপ্রিল 1942
C. 23শে মার্চ 1940
D. 16ই আগস্ট 1946

Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়?

A. 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
B. 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
C. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
D. 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

A. খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
B. চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
C. লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ
D. হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ

Q. 'এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল' প্রতিষ্ঠা করেন

A. উইলিয়াম মার্শাল
B. সি এফ এন্ড্রুজ
C. রাজা রামমোহন রায়
D. স্যার উইলিয়াম জোন্স

Q. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. ফজলুল হক
B. করম শাহ
C. আল্লাহ বক্স
D. জাফর আলি খান

Q. বিরজীস কাদের কে ছিলেন?

A. অযোধ্যার নবাব
B. মুঘল সম্রাট
C. হায়দ্রাবাদের নিজাম
D. বাংলার নবাব

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. মোতিলাল নেহেরু
B. হসরত মোহানি
C. গান্ধীজি
D. চিত্তরঞ্জন দাশ