Q. লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন?

Answer: কেন্দ্রীয় মন্ত্রী

লোকসভার বিরোধী নেতা কেন্দ্রীয় মন্ত্রীর সমান পদমর্যাদা ভোগ করেন। ভারতের লোকসভার মোট আসনের 10 শতাংশ আসন যদি কোন রাজনৈতিক দল পায়, তাহলে সেই দল থেকে একজনকে বিরোধী দলনেতা করা হয়।

Related GK

Q. ভারতের 'সংবিধান দিবস' পালিত হয়

A. 5ই জানুয়ারী
B. 25শে অক্টোবর
C. 3রা ডিসেম্বর
D. 26শে নভেম্বর

Q. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়

A. 1955 সালে
B. 1956 সালে
C. 1958 সালে
D. 1959 সালে

Q. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন

A. পার্লামেন্টের সদস্যদের দ্বারা ।
B. পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা-সমূহের সদস্যদের দ্বারা ।
C. রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা ।
D. জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে ।

Q. রাজ্যসভার সভাপতি হলেন

A. ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
B. ভারতের রাষ্ট্রপতি
C. ভারতের উপ-রাষ্ট্রপতি
D. ভারতের প্রধানমন্ত্রী

Q. রাজ্যের আইন সভার উপরের কক্ষটির নাম হল

A. বিধান সভা
B. লোকসভা
C. রাজ্যসভা
D. বিধান পরিষদ