Q. ভারতের 'সংবিধান দিবস' পালিত হয়

Answer: 26শে নভেম্বর

Related GK

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. জহরলাল নেহরু
B. বি.আর. আম্বেদকর
C. সি. রাজাগোপালাচারী
D. রাজেন্দ্র প্রসাদ

Q. কোন রাজ্যে District Judge যুক্ত হন

A. রাজ্যের Advocate General দ্বারা
B. Governor দ্বারা
C. High court -এর প্রধান বিচারক দ্বারা
D. রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা

Q. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —

A. লোকসভার অধ্যক্ষ
B. ভারতের রাষ্ট্রপতি
C. উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি
D. ভারতের প্রধানমন্ত্রী

Q. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে?

A. আন্তঃরাজ্য কাউন্সিল
B. নদীর জলসংক্রান্ত ট্রাইব্যুনাল
C. পরিকল্পনা কমিশন
D. অর্থ কমিশন

Q. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন -

A. সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যদের দ্বারা
B. সংসদের সদস্যের দ্বারা
C. লোকসভার সদস্যের দ্বারা
D. রাজ্যসভার দ্বারা

Q. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন

A. পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা-সমূহের সদস্যদের দ্বারা ।
B. পার্লামেন্টের সদস্যদের দ্বারা ।
C. জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে ।
D. রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা ।

Q. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য ‘Chancellor’ হলেন

A. রাজ্যের শিক্ষামন্ত্রী
B. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
C. রাজ্যের মুখ্যমন্ত্রী
D. রাজ্যের রাজ্যপাল