Q. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত বছর?

Answer: 65

সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসরের সময়সীমা 65 বছর। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত।1937 সালের 1 অক্টোবর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।

Related GK

Q. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

A. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. কেশবচন্দ্র সেন
C. এইচ এল ভি ডিরোজিও
D. রাজা রামমোহন রায়

Q. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার

A. দ্বিস্তর
B. একস্তর
C. চারস্তর
D. তিনস্তর

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
B. খিলাফৎ কমিটি
C. পীর ফকির মজলিস
D. দেওবন্দ স্কুল

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

A. সৈয়দ আহমেদ খান
B. ফজলুল হক
C. আবুল কালাম আজাদ
D. বদরুদ্দীন তৈয়বজী

Q. 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কী ছিল?

A. 29শে মার্চ, 1857
B. 1লা নভেম্বর, 1858
C. 11ই ফেব্রুয়ারী, 1860
D. 10ই মে, 1857

Q. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে?

A. অর্থ কমিশন
B. নদীর জলসংক্রান্ত ট্রাইব্যুনাল
C. পরিকল্পনা কমিশন
D. আন্তঃরাজ্য কাউন্সিল

Q. 'গদর' শব্দের অর্থ কী?

A. মুক্তি
B. বিপ্লব
C. স্বরাজ
D. স্বাধীনতা

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

A. ভগিনী নিবেদিতা
B. ভিকোজী রুস্তম কামা
C. সরোজিনী নাইডু
D. অ্যানি বেসান্ত