Q. রাজ্যের আইন সভার উপরের কক্ষটির নাম হল

Answer: বিধান পরিষদ

রাজ্যের আইন সভার উপরের কক্ষটির নাম হল বিধান পরিষদ। ভারতের ছ'টি রাজ্যে (উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ) বিধান পরিষদ রয়েছে। বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর।

Related GK

Q. কবে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি অনুষ্ঠিত হয়েছিল?

Answer: 9th December 1946

ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনকে অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 9 ই ডিসেম্বর এবং এই অধিবেশনের অস্থায়ী চেয়ারম্যান বা সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা।

Q. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?

A. ১৫ই আগস্ট ১৯৫০
B. ২৩ শে জানুয়ারি ১৯৪৭
C. ২৬ শে জানুয়ারি ১৯৪৯
D. 26 November 1949

Q. Which Articles of the Indian Constitution were amended by the Constitution (One Hundred and Third Amendment) Act, 2019?

A. Article 16 and Article 17
B. Article 14 and Article 15
C. Article 17 and Article 18
D. Article 15 and Article 16

Q. 'Panchayati Raj' ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা?

A. রাজনৈতিক দায়বদ্ধতা
B. উন্নতিতে জনগণের অংশগ্রহণ
C. আর্থিক যোজন
D. গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ

Q. রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন

A. ভারতের প্রধানমন্ত্রী
B. ভারতের রাষ্ট্রপতি
C. লোকসভার সঞ্চালক
D. ভারতের উপ-রাষ্ট্রপতি

Q. ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা কত নং ধারাকে বলা হয় ?

Answer: 32 নং ধারা

ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা ৩২ নং ধারাকে বলেছে ডঃ বি আর আম্বেদকর।

Q. একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ

A. ছয় বছর
B. পাঁচ বছর
C. চার বছর
D. আট বছর

Q. পশ্চিমবঙ্গের গভর্নর হলেন

A. জগদীপ ধনখড়
B. নুরুল হাসান
C. রাজনারায়ণ সিং
D. কেশরীনাথ ত্রিপাঠী