Q. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —

Answer: ভারতের রাষ্ট্রপতি

ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —রাষ্ট্রপতি। ভারতবর্ষের রাষ্ট্রপতি হলেন সাংবিধানিক প্রধান। তার নামে দেশের শাসনকার্য পরিচালিত হয়। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু।

Related GK

Q. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার

A. দ্বিস্তর
B. তিনস্তর
C. চারস্তর
D. একস্তর

Q. লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন?

A. উচ্চতম ন্যায়ালয়ের বিচারক
B. রাজ্যপাল
C. কেন্দ্রীয় মন্ত্রী
D. উচ্চ ন্যায়ালয়ের বিচারক

Q. ভারতীয় সংবিধান অনুসারে, রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে

A. রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি-কে
B. লোকসভার সদস্যদের
C. অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া-কে
D. রাজ্যসভার সদস্যদের

Q. ভারতের জাতীয় কংগ্রেসে'র প্রতিষ্ঠাতা সভাপতি কে?

A. জি. কে. গোখলে
B. ডব্লু. সি. বনার্জী
C. এ. ও. হিউম
D. এস. এন. ব্যানার্জি

Q. কোন রাজ্যে District Judge যুক্ত হন

A. Governor দ্বারা
B. রাজ্যের Advocate General দ্বারা
C. রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা
D. High court -এর প্রধান বিচারক দ্বারা

Q. পশ্চিমবঙ্গের গভর্নর হলেন

A. জগদীপ ধনখড়
B. রাজনারায়ণ সিং
C. নুরুল হাসান
D. কেশরীনাথ ত্রিপাঠী

Q. ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে

A. স্টেট ব্যাংক -এর
B. প্রধানমন্ত্রী অফিস -এর
C. রিজার্ভ ব্যাংক -এর
D. অর্থমন্ত্রক -এর

Q. Who among the following can appoint the Comptroller and Auditor General of India?

A. The President
B. The Prime Minister
C. The Vice President
D. The Chief Justice of the Supreme Court

Q. রাজ্যসভার চেয়ারম্যান হলেন —

A. রাষ্ট্রপতির মনোনীত সদস্য
B. উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য
C. ভারতের উপরাষ্ট্রপতি
D. বিরোধী দলের নেতা