Q. ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে

Answer: রিজার্ভ ব্যাংক -এর

ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে রিজার্ভ ব্যাংক -এর_।ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন বলে 1935 সালের 1 এপ্রিল এই ব্যাংক স্থাপিত হয়েছিল। সরকারের উন্নয়ন নীতির ক্ষেত্রেও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Related GK

Q. পশ্চিমবঙ্গের গভর্নর হলেন

A. নুরুল হাসান
B. কেশরীনাথ ত্রিপাঠী
C. জগদীপ ধনখড়
D. রাজনারায়ণ সিং

Q. কোন রাজ্যে District Judge যুক্ত হন

A. Governor দ্বারা
B. High court -এর প্রধান বিচারক দ্বারা
C. রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা
D. রাজ্যের Advocate General দ্বারা

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. বি.আর. আম্বেদকর
B. রাজেন্দ্র প্রসাদ
C. সি. রাজাগোপালাচারী
D. জহরলাল নেহরু

Q. ভারতের 'সংবিধান দিবস' পালিত হয়

A. 25শে অক্টোবর
B. 26শে নভেম্বর
C. 3রা ডিসেম্বর
D. 5ই জানুয়ারী