Q. 'আইন-ই-আকবরি' গ্রন্থের লেখক হলেন —

Answer: আবুল ফজল

আইন-ই-আকবরি' গ্রন্থের লেখক হলেন আবুল ফজল।

Related GK

Q. মনসবের অর্থ হল

A. সেনানায়ক
B. ভূমিদান
C. পদ বা পদমর্যাদা
D. ধর্মগ্রন্থ

Q. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

A. এইচ এল ভি ডিরোজিও
B. কেশবচন্দ্র সেন
C. রাজা রামমোহন রায়
D. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Q. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

A. ডেভিড হেয়ার
B. ডিরোজিও
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. রামমোহন রায়

Q. আলিনগরের সন্ধি কবে ক্ষরিত হয়?

Answer: 9th ফেব্রুয়ারি 1757

1756 খ্রিস্টাব্দের 20 june নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন। রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানি কলকাতা পুনর্দখল করে। সিরাজউদ্দৌলা পুনরায় কলকাতা অভিযান করেন কিন্তু এবার ব্যর্থ হন এবং আলিনগরের সন্ধি স্বাক্ষরিত করেন। এই সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য করার, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার পায়।

Q. রামমোহন রায়-কে 'রাজা' উপাধি প্রদান করেন মুঘল সম্রাট —

A. বাহাদুর শাহ জাফর
B. দ্বিতীয় আকবর
C. জাহান্দার শাহ
D. মহম্মদ শাহ

Q. আকবর 'ইবাদতখানা' নির্মাণ করেন কোন সালে?

A. 1568 খ্রিস্টাব্দে
B. 1571 খ্রিস্টাব্দে
C. 1575 খ্রিস্টাব্দে
D. 1562 খ্রিস্টাব্দে