Q. 'সুল-ই-কুল' নীতি প্রবর্তন করেন —

Answer: আকবর

সুল-ই-কুল' নীতি প্রবর্তন করেন আকবর। সুল-ই-কুল'নীতির আক্ষরিক অর্থ হলো ধর্ম সহিষ্ণুতা । এই নীতির মাধ্যমে তিনি সকল ধর্মের সমন্বয় ঘটাতে চেয়েছিলেন ।

Related GK

Q. কোন তুর্কী সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন ?

A. ইলতুতমিস
B. আলাউদ্দিন খিলজি
C. বলবন
D. মহম্মদ বিন তুঘলক

Q. ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টা-র প্রচলন করেন

A. শের শাহ
B. গিয়াসুদ্দিন মাহমুদ শাহ
C. বাহলুল খান লোদী
D. হুমায়ুন

Q. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

A. ডিরোজিও
B. রামমোহন রায়
C. ডেভিড হেয়ার
D. দেবেন্দ্রনাথ ঠাকুর

Q. মুঘল আমলে ভারতে প্রবর্তিত প্রধান দুটি ফসল হল

A. নীল এবং ভুট্টা
B. তামাক এবং ভুট্টা
C. বাজরা এবং চিনাবাদাম
D. আলু এবং সরিষা

Q. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

A. 1800 খ্রিস্টাব্দ
B. 1857 খ্রিস্টাব্দ
C. 1855 খ্রিস্টাব্দ
D. 1817 খ্রিস্টাব্দ