Q. কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়?

Answer: 1556

1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। আকবর ও হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল।

Related GK

Q. 'আত্মীয় সভা'র প্রতিষ্ঠাতা কে?

A. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
B. রাজা রামমোহন রায়
C. চিত্তরঞ্জন দাশ
D. মতিলাল নেহেরু

Q. মুঘল আমলে ভারতে প্রবর্তিত প্রধান দুটি ফসল হল

A. নীল এবং ভুট্টা
B. তামাক এবং ভুট্টা
C. আলু এবং সরিষা
D. বাজরা এবং চিনাবাদাম

Q. মনসবের অর্থ হল

A. সেনানায়ক
B. পদ বা পদমর্যাদা
C. ধর্মগ্রন্থ
D. ভূমিদান

Q. আলিনগরের সন্ধি কবে ক্ষরিত হয়?

Answer: 9th ফেব্রুয়ারি 1757

1756 খ্রিস্টাব্দের 20 june নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন। রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানি কলকাতা পুনর্দখল করে। সিরাজউদ্দৌলা পুনরায় কলকাতা অভিযান করেন কিন্তু এবার ব্যর্থ হন এবং আলিনগরের সন্ধি স্বাক্ষরিত করেন। এই সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য করার, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার পায়।

Q. আকবর 'ইবাদতখানা' নির্মাণ করেন কোন সালে?

A. 1562 খ্রিস্টাব্দে
B. 1568 খ্রিস্টাব্দে
C. 1575 খ্রিস্টাব্দে
D. 1571 খ্রিস্টাব্দে

Q. ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কবুলিয়ত ও পাট্টা-র প্রচলন করেন

A. বাহলুল খান লোদী
B. গিয়াসুদ্দিন মাহমুদ শাহ
C. শের শাহ
D. হুমায়ুন