Q. 'সাত্রিয়া' নিচের কোন রাজ্যের বিখ্যাত নৃত্য-নাট্য প্রদর্শন কলা?

Answer: আসাম

Related GK

Q. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও জলঢাকা
B. তিস্তা ও রায়ডাক
C. তিস্তা ও করলা
D. জলঢাকা ও তোর্সা

Q. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

A. বাঁকুড়া
B. পুরুলিয়া
C. বীরভূম
D. পশ্চিম বর্ধমান

Q. আখের চাষ সর্বোচ্চ কোন রাজ্যে দেখা যায় ?

A. বিহার
B. উত্তরপ্রদেশ
C. তামিলনাড়ু
D. মহারাষ্ট্র

Q. ভিলাই ইস্পাত প্ল্যান্ট কার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল

A. আমেরিকা (USA)
B. তৎকালীন ইউ এস এস আর (The erstwhile USSR)
C. যুক্তরাজ্য (The UK)
D. জার্মানি (Germany)

Q. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় —

A. জুন মাসের 15 - 20 তারিখের মধ্যে
B. জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
C. জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে
D. জুন মাসের 1 - 5 তারিখের মধ্যে