Q. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়?

Answer: পারমাণবিক সংযোজন বিক্রিয়া

Related GK

Q. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন -

A. স্টেপটোমাইসিন
B. পেনিসিলিন
C. স্টেরয়েড
D. ইনসুলিন

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

A. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
B. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
C. কোচিন শিপইয়ার্ড, কোচি
D. মাজাগাঁও ডক, মুম্বাই

Q. পিতল কোনটির মিশ্রণ?

A. তামা ও টিন
B. তামা, নিকেল ও দস্তা
C. তামা ও দস্তা
D. তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম

Q. Which of the following acids is found in nettle sting?

A. সাইট্রিক অ্যাসিড
B. অক্সালিক অ্যাসিড
C. মিথেনয়িক অ্যাসিড
D. অ্যাসিটিক অ্যাসিড

Q. গোবর গ্যাসের প্রধান উপাদান হলো-

A. ইথেন
B. মিথেন
C. হাইড্রোজেন
D. কার্বন ডাই অক্সাইড

Q. তারাদের ঝিকিমিকি করার কারণ হল

A. পৃথিবীর ঘূর্ণন
B. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়
C. তারাদের বিশাল আকার
D. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি

Q. নিম্নের কোন শস্যটি (crop) মাটিতে নাইট্রোজেনের (nitrogen) পরিমাণ বৃদ্ধি (enriches) করে?

A. আলু (Potato)
B. সুর্যমুখী (Sunflower)
C. জোয়ার (Sorghum)
D. মটরশুঁটি (Pea)