Q. রামধনু কেন হয় ?

Answer: আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণের জন্য

Related GK

Q. কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?

A. পেনিসিলিয়াম
B. বেলেডোনা
C. সর্পগন্ধা
D. সিঙ্কোনা

Q. 'হাইড্রোপোনিক্স' (Hydroponics) কথাটি কীসের সাথে যুক্ত?

A. হাইড্রোজেন যুক্ত যৌগ
B. জল
C. বংশ পরম্পরা
D. মাটি ছাড়া গাছের প্রতিপালন

Q. ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে ?

A. খুব গরম হবে
B. খুব ঝড় হবে
C. ঠান্ডা হবে
D. অন্তত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে

Q. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে?

A. সাদা রক্তকণিকা
B. ভিটামিন B12
C. ভিটামিন E
D. লাল রক্তকণিকা

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

A. মাজাগাঁও ডক, মুম্বাই
B. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
C. কোচিন শিপইয়ার্ড, কোচি
D. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম

Q. খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানব দেহে কি ক্ষতি হয় ?

A. অ্যানিমিয়া
B. ক্ষুধামান্দ্য
C. দুর্বল দাঁত
D. গয়টার

Q. প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন

A. মেরী কুরি
B. হেনরি বেকারেল
C. এনরিকো ফার্মি
D. আর্নেস্ট রাদারফোর্ড

Q. 'আলোকবর্ষ' হল

A. এক বছরে সূর্য যে আলো বিকিরণ করে।
B. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে।
C. সূর্যের চারদিকে এক বার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে।
D. শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে।

Q. Which of the following acids is found in nettle sting?

A. মিথেনয়িক অ্যাসিড
B. অক্সালিক অ্যাসিড
C. সাইট্রিক অ্যাসিড
D. অ্যাসিটিক অ্যাসিড