Q. আই. এন. এস. বিক্রমাদিত্য কী?

Answer: বিমানবাহী যুদ্ধজাহাজ

আইএনএস বিক্রমাদিত্য হল বিমানবাহী রণতরি ও ভারতীয় নৌবাহিনীর ফ্লাগশিপ। আক্ষরিক অর্থে বিক্রমাদিত্য এর অনুবাদ হলো  বীরত্বের (বিক্রম) সূর্য (আদিত্য)। এটি ছিল বিখ্যাত ভারতীয় রাজার  উপাধি উজ্জয়নের বিক্রমাদিত্যের জিনি একজন  মহৎ শাসক ও পরক্রমশীল যোদ্ধা ছিলেন। ২০০৪ সালের ২০ জানুয়ারি ভারত বিমানবাহী রণতরিটি ক্রয় করেছিল। ২০১৪ সালের ১৪ই জুন ভারতের প্রধানমন্ত্রী আই এন এস বিক্রমাদিত্য কে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেন।

Related GK

Q. Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয়

A. স্পাম
B. ভাইরাস
C. ফোলিস
D. বাগস্

Q. টি.ভি. রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, তা হল

A. ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি
B. ভিসিবল ফ্রিকোয়েন্সি
C. রেডিও ফ্রিকোয়েন্সি
D. অতিবেগুনি ফ্রিকোয়েন্সি

Q. নিচের মধ্যে কাকে ভারতের মহাকাশ গবেষণার বা কর্মসূচির জনক বলা হয়?

A. হোমি ভাবা
B. বিক্রম সারাভাই
C. সি ভি রমন
D. সতীশ ধাওয়ান

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

A. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
B. কোচিন শিপইয়ার্ড, কোচি
C. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
D. মাজাগাঁও ডক, মুম্বাই