Q. নিচের কোনটি 'লাফিং গ্যাস' নামে পরিচিত?

Answer: নাইট্রাস অক্সাইড

Related GK

Q. পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়

A. ফুসফুসের রোগ
B. রিকেট
C. ফ্লুরোসিস
D. অন্ত্রের সংক্রমণ

Q. তারাদের ঝিকিমিকি করার কারণ হল

A. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি
B. এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়
C. পৃথিবীর ঘূর্ণন
D. তারাদের বিশাল আকার

Q. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন -

A. পেনিসিলিন
B. স্টেপটোমাইসিন
C. স্টেরয়েড
D. ইনসুলিন

Q. হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়?

A. পারমাণবিক বিচ্ছেদ বিক্রিয়া
B. প্রাকৃতিক তেজস্ক্রিয়তা
C. কৃত্রিম তেজস্ক্রিয়তা বিক্রিয়া
D. পারমাণবিক সংযোজন বিক্রিয়া

Q. খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানব দেহে কি ক্ষতি হয় ?

A. ক্ষুধামান্দ্য
B. গয়টার
C. অ্যানিমিয়া
D. দুর্বল দাঁত

Q. পিতল কোনটির মিশ্রণ?

A. তামা ও দস্তা
B. তামা, নিকেল ও দস্তা
C. তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
D. তামা ও টিন

Q. রামধনু কেন হয় ?

A. আলোর প্রতিসরণ এবং প্রতিফলন এর জন্য
B. আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণের জন্য
C. আলোর প্রতিসরণ ও বিকিরণ এর জন্য
D. আলোর বিক্ষেপণ এবং প্রতিসরণের জন্য