Q. নিউটনের প্রথম গতিসূত্র টি কি নামে পরিচিত ?

Answer: জড়তার মূলনীতি

Related GK

Q. নিম্নের কোন শস্যটি (crop) মাটিতে নাইট্রোজেনের (nitrogen) পরিমাণ বৃদ্ধি (enriches) করে?

A. আলু (Potato)
B. মটরশুঁটি (Pea)
C. সুর্যমুখী (Sunflower)
D. জোয়ার (Sorghum)

Q. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে?

A. ভিটামিন B12
B. সাদা রক্তকণিকা
C. লাল রক্তকণিকা
D. ভিটামিন E

Q. খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানব দেহে কি ক্ষতি হয় ?

A. গয়টার
B. দুর্বল দাঁত
C. অ্যানিমিয়া
D. ক্ষুধামান্দ্য

Q. L.P.G. -এর সংমিশ্রণে থাকে

A. প্রোপেন এবং বিউটেন
B. ইথেন এবং প্রোপেন
C. ইথেন এবং বিউটেন
D. মিথেন এবং বিউটেন

Q. বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে —

A. কার্বন ডাই-অক্সাইড
B. নাইট্রোজেন
C. অক্সিজেন
D. হাইড্রোজেন

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

A. কোচিন শিপইয়ার্ড, কোচি
B. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
C. মাজাগাঁও ডক, মুম্বাই
D. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম

Q. নিচের কোনটি 'লাফিং গ্যাস' নামে পরিচিত?

A. নাইট্রাস অক্সাইড
B. নাইট্রোজেন পেন্টা অক্সাইড
C. নাইট্রোজেন
D. নাইট্রিক অক্সাইড