Q. L.P.G. -এর সংমিশ্রণে থাকে

Answer: প্রোপেন এবং বিউটেন

Related GK

Q. পিতল কোনটির মিশ্রণ?

A. তামা, নিকেল ও দস্তা
B. তামা ও দস্তা
C. তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
D. তামা ও টিন

Q. গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ ?

A. ভিটামিন C
B. ভিটামিন B
C. ভিটামিন A
D. ভিটামিন D

Q. কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?

A. সর্পগন্ধা
B. পেনিসিলিয়াম
C. বেলেডোনা
D. সিঙ্কোনা

Q. নিচের মধ্যে কাকে ভারতের মহাকাশ গবেষণার বা কর্মসূচির জনক বলা হয়?

A. সতীশ ধাওয়ান
B. সি ভি রমন
C. হোমি ভাবা
D. বিক্রম সারাভাই

Q. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন -

A. পেনিসিলিন
B. স্টেরয়েড
C. ইনসুলিন
D. স্টেপটোমাইসিন

Q. জীবাশ্ম দাহ করলে কোন greenhouse গ্যাস নির্গত হয়?

A. নাইট্রাস অক্সাইড
B. ওজোন
C. মিথেন
D. কার্বন ডাইঅক্সাইড

Q. গোবর গ্যাসের প্রধান উপাদান হলো-

A. হাইড্রোজেন
B. কার্বন ডাই অক্সাইড
C. মিথেন
D. ইথেন