Q. প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন

Answer: অধ্যাপক অমর্ত্য কুমার সেন

Related GK

Q. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয়

A. 23শে মার্চ
B. 22শে সেপ্টেম্বর
C. 29শে জুন
D. 4ঠা জুলাই

Q. কোয়েশিয়া'র রাজধানী কী?

A. তিরানা
B. হেলসিঙ্কি
C. লা পাজ
D. জাগ্রেব

Q. ‘আলেপ্পো’ কোথাকার বিদ্রোহী প্রদেশ?

A. ইরাক
B. ইউক্রেন
C. সিরিয়া
D. লেবানন

Q. কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল

A. KMC (কলকাতা নগর নিগম )
B. KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক)
C. CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )
D. KC (কলকাতা নিগম)

Q. কোন ভারতীয় মহিলা প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন?

A. অদিতি বৈদ্য
B. নাহিদা মঞ্জুর
C. দিয়া বাজাজ
D. বাচেন্দ্রী পাল

Q. নিম্নলিখিত কোন শহরে HDFC ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত?

A. নতুন দিল্লি
B. মুম্বাই
C. পাটনা
D. বেঙ্গালুরু

Q. নীতি-আয়োগ গঠিত হয়

A. পয়লা জানুয়ারী, 2016 তারিখে
B. পয়লা জানুয়ারী, 2018 তারিখে
C. পয়লা জানুয়ারী, 2017 তারিখে
D. পয়লা জানুয়ারী, 2015 তারিখে