Q. ‘আলেপ্পো’ কোথাকার বিদ্রোহী প্রদেশ?

Answer: সিরিয়া

আলেপ্পো সিরিয়ার সবচেয়ে বড় শহর এবং আলেপ্পো মুহাফাযার (সিরিয়ার প্রদেশ) রাজধানী।

Related GK

Q. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয়

A. 23শে মার্চ
B. 4ঠা জুলাই
C. 22শে সেপ্টেম্বর
D. 29শে জুন

Q. নিচের মধ্যে কে ভিশেষ ভৃগুবংশীর জীবনী 'কোড টু উইন' লিখেছেন?

A. চেতন ভগত
B. মনিকা অরোরা
C. অরুন্ধতী রায়
D. নিরুপমা যাদব

Q. NSSO is an organisation under the Ministry of Statistics of the Government of India. What is the full form of NSSO?

A. National Sample Survey Office
B. National Statistics Survey Office
C. National Social Survey Office
D. National Social Statistics Office

Q. What is a full form of FMCG?

Answer: Fast moving consumer goods

Q. প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন

A. অধ্যাপক অমর্ত্য কুমার সেন
B. অধ্যাপক টি. এন. শ্রীনিবাসন
C. অধ্যাপক অভিজিৎ বিনায়ক ব্যানার্জী
D. অধ্যাপক ভি. কে. আর. ভি. রাও

Q. এঁদের মধ্যে কে এ.আই.এম.আই.এম -এর নেতা?

A. দিনকার রাই
B. জুল্ফিকর আলি
C. ওয়েসুদ্দীন সিদ্দীকি
D. আসাদুদ্দীন ওয়েসি