Q. স্যার সিভি রমন Nobel পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য?

Answer: বিক্ষেপণ

চন্দ্রশেখর ভেঙ্কট রমন আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে তাঁর মৌলিক আবিষ্কারের জন্য ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

Related GK

Q. প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন

A. অধ্যাপক অভিজিৎ বিনায়ক ব্যানার্জী
B. অধ্যাপক টি. এন. শ্রীনিবাসন
C. অধ্যাপক অমর্ত্য কুমার সেন
D. অধ্যাপক ভি. কে. আর. ভি. রাও

Q. L.P.G. -এর সংমিশ্রণে থাকে

A. প্রোপেন এবং বিউটেন
B. ইথেন এবং বিউটেন
C. মিথেন এবং বিউটেন
D. ইথেন এবং প্রোপেন

Q. Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয়

A. ফোলিস
B. বাগস্
C. ভাইরাস
D. স্পাম

Q. আরশোলার বিজ্ঞানসম্মত নাম কি

Answer: পেরিপ্লানেটা আমেরিকানা

আরশোলার বিজ্ঞানসম্মত নাম হলো পেরিপ্লানেটা আমেরিকানা।

Q. জীবাশ্ম দাহ করলে কোন greenhouse গ্যাস নির্গত হয়?

A. নাইট্রাস অক্সাইড
B. মিথেন
C. কার্বন ডাইঅক্সাইড
D. ওজোন

Q. প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন

A. আর্নেস্ট রাদারফোর্ড
B. হেনরি বেকারেল
C. এনরিকো ফার্মি
D. মেরী কুরি

Q. প্রাণীদের দীর্ঘতম কোষ নিচের কোনটি?

A. রক্ত কোষ
B. যকৃৎ কোষ
C. স্নায়ুকোষ
D. পেশী কোষ