Q. 'শিক্ষক দিবস' ভারতে প্রতি বছর পালিত হয়

Answer: 5 ই সেপ্টেম্বর

5 ই সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনটি 'শিক্ষক দিবস' হিসাবে পালিত হয়।

Related GK

Q. "ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন" এর সদর দপ্তর কোথায় ?

A. প্যারিস
B. জেনেভা
C. ওয়াশিংটন ডিসি
D. নিউইয়র্ক

Q. 'দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স' -এর রচয়িতা কে?

A. বিনায়ক দামোদর সাভারকর
B. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
C. রমেশচন্দ্র দত্ত
D. দাদাভাই নৌরজী

Q. "Letters from a Father to Daughter" বইটি লিখেছিলেন কে ?

A. মহাত্মা গান্ধী
B. এস রাধাকৃষ্ণাণ
C. সরদার বল্লভ ভাই প্যাটেল
D. জহরলাল নেহেরু

Q. ‘আলেপ্পো’ কোথাকার বিদ্রোহী প্রদেশ?

A. ইউক্রেন
B. লেবানন
C. ইরাক
D. সিরিয়া

Q. এঁদের মধ্যে কে এ.আই.এম.আই.এম -এর নেতা?

A. আসাদুদ্দীন ওয়েসি
B. দিনকার রাই
C. ওয়েসুদ্দীন সিদ্দীকি
D. জুল্ফিকর আলি

Q. 'Yaas" হল একটি সুপার সাইক্লোন, যার নাম দিয়েছে

A. ওমান
B. বাংলাদেশ
C. শ্রীলঙ্কা
D. ভারত

Q. কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল

A. KMC (কলকাতা নগর নিগম )
B. CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )
C. KC (কলকাতা নিগম)
D. KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক)

Q. 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের 'নমামি গঙ্গে' প্রকল্পটি হল

A. গঙ্গার আরাধনা
B. গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন
C. গঙ্গা থেকে খালসেচ
D. গঙ্গার সাথে নদী সংযুক্তি

Q. International Day of the Tropics প্রতি বছর পালন করা হয়

A. 22শে সেপ্টেম্বর
B. 23শে মার্চ
C. 29শে জুন
D. 4ঠা জুলাই