Q. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়

Answer: রিখটার স্কেল

Related GK

Q. Which river used to be called the Sorrow of Bengal?

A. Hooghly
B. Brahmaputra
C. Bhagirathi
D. Damodar

Q. সিন্ধু নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে?

A. সালতোরা
B. জাসকর
C. কৈলাস
D. পীর পাঞ্জাল

Q. Dalma Trap ভারতের ____ রাজ্যে অবস্থিত।

A. বিহার
B. ঝাড়খণ্ড
C. ওড়িশা
D. উপরের কোনটি নয়

Q. কারচাম ওয়াংটু জলবিদ্যুৎ কেন্দ্র (Karcham Wangtoo Hydroelectric plant) নিচের কোন রাজ্যে অবস্থিত?

A. হিমাচল প্রদেশ
B. জম্মু ও কাশ্মীর
C. উত্তরাখণ্ড
D. রাজস্থান

Q. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

A. উত্তরে
B. উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে
C. উত্তর এবং উত্তর পূর্বে
D. উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে

Q. কোন অঞ্চলকে 'দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার' বলা হয়?

A. থাঞ্জাভুর
B. তিরুচিরাপল্লী
C. কোয়েম্বাটোর
D. তিরুবনন্তপুরম

Q. ভারতের যেখানে জোয়ার শক্তি (Tidal Power) উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে—

A. কোঙ্কন উপকূল
B. মালাবার উপকূল
C. করমন্ডল উপকূল
D. গুজরাট উপকূল