Q. ’ইন্ডিকা’র প্রণেতা কে?

Answer: মেগাস্থিনিস

’ইন্ডিকা’র প্রণেতা হলেন মেগাস্থিনিস। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ দরবারে এসেছিলেন। এই সময় তিনি ভারতের নানা স্থানে ভ্রমণ করেছিলেন। এই সমস্ত বিষয় নিয়েই তিনি রচনা করেছিলেন ইন্ডিকা গ্রন্থ।

Related GK

Q. "Letters from a Father to Daughter" বইটি লিখেছিলেন কে ?

A. জহরলাল নেহেরু
B. সরদার বল্লভ ভাই প্যাটেল
C. এস রাধাকৃষ্ণাণ
D. মহাত্মা গান্ধী

Q. মুঘল আমলে ভারতে প্রবর্তিত প্রধান দুটি ফসল হল

A. নীল এবং ভুট্টা
B. তামাক এবং ভুট্টা
C. আলু এবং সরিষা
D. বাজরা এবং চিনাবাদাম

Q. আকবর 'ইবাদতখানা' নির্মাণ করেন কোন সালে?

A. 1568 খ্রিস্টাব্দে
B. 1575 খ্রিস্টাব্দে
C. 1562 খ্রিস্টাব্দে
D. 1571 খ্রিস্টাব্দে

Q. 'দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স' -এর রচয়িতা কে?

A. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
B. বিনায়ক দামোদর সাভারকর
C. দাদাভাই নৌরজী
D. রমেশচন্দ্র দত্ত

Q. আলাউদ্দিন খিলজী-র দাক্ষিণাত্য অভিযানে তাঁর সেনাধ্যক্ষ ছিলেন

A. আইনুল মূলক মুলতানি
B. উলুঘ খান
C. মালিক কাফুর
D. নুসরাত খান

Q. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

A. ডিরোজিও
B. দেবেন্দ্রনাথ ঠাকুর
C. রামমোহন রায়
D. ডেভিড হেয়ার