Q. রাজ্য আইন সভার একটি বিল আইনে রুপান্তরিত হয় যখন

Answer: রাজ্যের রাজ্য পাল তাতে সই করেন

রাজ্য আইন সভার একটি বিল আইনে রুপান্তরিত হয় যখন রাজ্যের রাজ্য পাল তাতে সই করেন।

Related GK

Q. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন -

A. রাজ্যসভার দ্বারা
B. লোকসভার সদস্যের দ্বারা
C. সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যদের দ্বারা
D. সংসদের সদস্যের দ্বারা

Q. পশ্চিমবঙ্গের গভর্নর হলেন

A. জগদীপ ধনখড়
B. কেশরীনাথ ত্রিপাঠী
C. রাজনারায়ণ সিং
D. নুরুল হাসান

Q. ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা কত নং ধারাকে বলা হয় ?

Answer: 32 নং ধারা

ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা ৩২ নং ধারাকে বলেছে ডঃ বি আর আম্বেদকর।

Q. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার

A. একস্তর
B. চারস্তর
C. তিনস্তর
D. দ্বিস্তর

Q. 'Panchayati Raj' ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা?

A. উন্নতিতে জনগণের অংশগ্রহণ
B. আর্থিক যোজন
C. গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
D. রাজনৈতিক দায়বদ্ধতা