Q. সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন Article -এ নিশ্চিত করা হয়েছে?

Answer: Article 19

সকল মানুষের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতের সংবিধানে অনুচ্ছেদ ১৯ নং থেকে ২২ নং অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে। ভারতের সংবিধানে মৌলিক অধিকার মোট 6 টি। ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ের ১২ নং থেকে ৩৫ নং অনুচ্ছেদের মধ্যে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা রয়েছে।

Related GK

Q. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার

A. একস্তর
B. দ্বিস্তর
C. তিনস্তর
D. চারস্তর

Q. লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন?

A. উচ্চ ন্যায়ালয়ের বিচারক
B. কেন্দ্রীয় মন্ত্রী
C. রাজ্যপাল
D. উচ্চতম ন্যায়ালয়ের বিচারক

Q. কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল

A. KMC (কলকাতা নগর নিগম )
B. KC (কলকাতা নিগম)
C. CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )
D. KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক)

Q. একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ

A. আট বছর
B. চার বছর
C. পাঁচ বছর
D. ছয় বছর

Q. কবে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি অনুষ্ঠিত হয়েছিল?

Answer: 9th December 1946

ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনকে অনুষ্ঠিত হয়েছিল 1946 সালের 9 ই ডিসেম্বর এবং এই অধিবেশনের অস্থায়ী চেয়ারম্যান বা সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা।

Q. ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্ব আছে

A. স্টেট ব্যাংক -এর
B. রিজার্ভ ব্যাংক -এর
C. অর্থমন্ত্রক -এর
D. প্রধানমন্ত্রী অফিস -এর

Q. কোন রাজ্যে District Judge যুক্ত হন

A. রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা
B. High court -এর প্রধান বিচারক দ্বারা
C. রাজ্যের Advocate General দ্বারা
D. Governor দ্বারা

Q. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?

A. 26 November 1949
B. ২৬ শে জানুয়ারি ১৯৪৯
C. ২৩ শে জানুয়ারি ১৯৪৭
D. ১৫ই আগস্ট ১৯৫০