Q. সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?

Answer: সাঁওতাল

সিধু ও কানুর নাম সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত।

Related GK

Q. কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে ও ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন?

A. জে. বি. কৃপালনি
B. আবুল কালাম আজাদ
C. জওহরলাল নেহরু
D. সি. রাজাগোপালাচারি

Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

A. রাওলাট আইন
B. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
C. চৌরিচৌরা
D. ডান্ডি মার্চ

Q. মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল

A. ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা।
B. জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা।
C. মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা।
D. পাকিস্তান প্রস্তাব গ্রহণ

Q. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কার উদ্যোগে তৈরি হয়েছিল?

Answer: আলেকজান্ডার ডাফ

1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হয়।

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. দ্বিজেন্দ্রলাল রায়
B. দীনবন্ধু মিত্র
C. গিরীশচন্দ্র ঘোষ
D. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

Q. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়?

A. লালা লাজপৎ রাই
B. বাল গঙ্গাধর তিলক
C. সি. রাজাগোপালাচারি
D. পি. সীতারামাইয়া

Q. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে 'গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া' বলা হয় ?

A. বদরউদ্দিন তৈয়বজী
B. গোপালকৃষ্ণ গোখলে
C. দাদাভাই নৌরজী
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী

Q. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. রামমোহন রায়
B. হরিশ চন্দ্র মুখার্জি
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. অক্ষয় কুমার দত্ত

Q. ‘তিতুমির’ কে ছিলেন?

A. ফরাজী আন্দোলনের নেতা
B. নীল বিদ্রোহ –এর নেতা
C. সিপাহী আন্দোলনের নেতা
D. ওয়াহাবী আন্দোলনের নেতা