Q. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন?

Answer: মীর কাশিম

বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাশিম।

Related GK

Q. ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের’ প্রতিষ্ঠাতা কে?

A. উপরের কেউ নয়
B. সুভাষচন্দ্র বসু
C. রাসবিহারী বসু
D. কৃষ্ণ ভার্মা

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

A. চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
B. খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
C. লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ
D. হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ

Q. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?

A. লর্ড কার্জন
B. লর্ড ডালহৌসী
C. লর্ড লিটন
D. লর্ড ওয়েলেসলী

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. এ. ও. হিউম
B. বাল গঙ্গাধর তিলক
C. মতিলাল নেহরু
D. সুরেন্দ্র নাথ ব্যানার্জী

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. কাজী নজরুল ইসলাম
B. মুকুন্দ দাস
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. লালন ফকির

Q. ‘আগস্ট অফার’ এ প্রস্তাবগুলি কী ছিল?

A. ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা
B. ডোমিনিয়ন স্ট্যাটাস
C. কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার
D. প্রাদেশিক স্বায়ত্তশাসন

Q. 1857 -এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন ?

A. আওরঙ্গজেব
B. মির কাশিম
C. সরফরজ খাঁ
D. দ্বিতীয় বাহাদুর শাহ

Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল?

A. 21 শে এপ্রিল, 1922
B. 13 ই এপ্রিল, 1919
C. 15 ই আগস্ট, 1921
D. 25 শে সেপ্টেম্বর, 1925