Q. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন?

Answer: লর্ড বেন্টিঙ্ক

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1828 থেকে 1835 পর্যন্ত ভারতের গভর্নর-জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
এবং 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা।

Related GK

Q. 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —

A. বোম্বে ও থানের মধ্যে
B. উপরের কোনোটিই নয়
C. হাওড়া ও দিল্লির মধ্যে
D. হাওড়া ও বোম্বের মধ্যে

Q. ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের’ প্রতিষ্ঠাতা কে?

A. সুভাষচন্দ্র বসু
B. রাসবিহারী বসু
C. উপরের কেউ নয়
D. কৃষ্ণ ভার্মা

Q. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?

A. হসরত মোহানি
B. চিত্তরঞ্জন দাশ
C. মোতিলাল নেহেরু
D. গান্ধীজি

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?

A. হাওড়া থেকে বর্ধমান
B. হাওড়া থেকে রানিগঞ্জ
C. হাওড়া থেকে হুগলি
D. শিয়ালদহ থেকে নৈহাটি

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. সৈয়দ আমীর আলী
B. থিয়োডোর বেক
C. মহসিন উল-মুলক
D. আব্দুল ওয়াহাব

Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

A. তেজ বাহাদুর সপরু
B. ভূলাভাই দেশাই
C. পূর্বে উক্ত সকলেই
D. জওহরলাল নেহরু

Q. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

A. অফিসিয়াল পার্টি
B. লেবার পার্টি
C. কনজারভেটিভ পার্টি
D. লিবারাল পার্টি

Q. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. অক্ষয় কুমার দত্ত
B. হরিশ চন্দ্র মুখার্জি
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. রামমোহন রায়

Q. Who among the following had led the Aligarh Movement?

A. Muhammad Ali Jinnah
B. Syed Ahmad Khan
C. Muhammad Iqbal
D. Abul Kalam Azad