Q. কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?

Answer: মহাত্মা গান্ধী

Related GK

Q. এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত?

A. বর্তমান ভারত
B. কথামালা
C. এ নেশন ইন মেকিং
D. কথামৃত

Q. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন?

A. ভগৎ সিং
B. মহঃ ইকবাল
C. সুভাষচন্দ্র বসু
D. লালা লাজপৎ রায়

Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
B. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
C. হোমরুল লীগ ও মুসলিম লীগ
D. মুসলিম লীগ ও ভারত সভা

Q. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

A. ভাইসরয় লর্ড ওয়াভেল
B. উইনস্টন চার্চিল
C. লর্ড মাউন্টব্যাটন
D. ক্লিমেন্ট অ্যাটলি

Q. 1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?

A. ক্রিপস মিশন
B. সাইমন কমিশন
C. ক্যাবিনেট মিশন
D. হান্টার কমিশন

Q. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

A. এটলী
B. লর্ড লিনলিথগো
C. লর্ড মাউন্টব্যাটেন
D. লর্ড ওয়াভেল

Q. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে?

A. ডিসেম্বর, 1946
B. নভেম্বর, 1946
C. জানুয়ারী, 1947
D. অক্টোবর, 1946

Q. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন?

A. পদ্মনাভন
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. অ্যানি বেসান্ত
D. পিঙ্গালি ভেঙ্কাইয়া

Q. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়?

A. লালা লাজপৎ রাই
B. বাল গঙ্গাধর তিলক
C. পি. সীতারামাইয়া
D. সি. রাজাগোপালাচারি

Q. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

A. লেবার পার্টি
B. লিবারাল পার্টি
C. অফিসিয়াল পার্টি
D. কনজারভেটিভ পার্টি