Q. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কার উদ্যোগে তৈরি হয়েছিল?

Answer: আলেকজান্ডার ডাফ

1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হয়।

Related GK

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. আলেকজান্ডার ডাফ
B. উইলিয়াম জোন্স
C. এইচ. ভি. ডিরোজিও
D. ডেভিড হেয়ার

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. মহসিন উল-মুলক
B. থিয়োডোর বেক
C. সৈয়দ আমীর আলী
D. আব্দুল ওয়াহাব

Q. নিম্নে লিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন?

A. অ্যানি বেসান্ত
B. সরোজিনী নাইডু
C. সরলা দেবী চৌধুরানী
D. মিরা বেন

Q. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?

A. আগস্ট, 1947
B. জুন, 1946
C. আগস্ট, 1946
D. জুলাই, 1947

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
B. সিমলা কনফারেন্স আহ্বান করা
C. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
D. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. মহাদেব গোবিন্দ রানাডে
B. বীরসালিঙ্গম পানতুলু
C. রাজা রামমোহন রায়
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. মাউন্টব্যাটেন পরিকল্পনা
B. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935
C. মিন্টো-মরলে রিফর্মস
D. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস

Q. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভুত্থান ঘটে?

A. পাবনা বিদ্রোহ
B. সাঁওতাল বিদ্রোহ
C. নীল বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ

Q. কে বলেছেন, "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" ?

A. নেলসন ম্যান্ডেলা
B. কার্ল মার্ক্স
C. এম. কে. গান্ধী
D. মার্টিন লুথার কিং