Q. ভারতের নেপোলিয়ন' কাকে বলা হত?

Answer: সমুদ্রগুপ্ত

Related GK

Q. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

A. এইচ এল ভি ডিরোজিও
B. রাজা রামমোহন রায়
C. কেশবচন্দ্র সেন
D. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. বেঙ্গল জমিদার লিগ
B. মুসলিম লিগ
C. ভারত সভা
D. ভারতের কমিউনিস্ট পার্টি

Q. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

A. রামমোহন রায়
B. ডিরোজিও
C. ডেভিড হেয়ার
D. দেবেন্দ্রনাথ ঠাকুর

Q. মনসবের অর্থ হল

A. পদ বা পদমর্যাদা
B. সেনানায়ক
C. ধর্মগ্রন্থ
D. ভূমিদান

Q. চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন?

A. বিন্দুসার
B. অজাতশত্রু
C. অশোক
D. হর্ষ

Q. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. দেবেন্দ্রনাথ ঠাকুর
B. অক্ষয় কুমার দত্ত
C. রামমোহন রায়
D. হরিশ চন্দ্র মুখার্জি

Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

A. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট-কে
B. দা রেগুলেটিং অ্যাক্ট-কে
C. Pitt ইন্ডিয়া অ্যাক্ট -কে
D. Rowlatt অ্যাক্ট -কে

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. থিয়োডোর বেক
B. মহসিন উল-মুলক
C. সৈয়দ আমীর আলী
D. আব্দুল ওয়াহাব