Q. ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন?

Answer: জে. এ. হিকি

জেমস অগাস্টাস হিকি 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট নামের প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন

Related GK

Q. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন?

A. লালা লাজপত রাই
B. স্বামী দয়ানন্দ সরস্বতী
C. লালা হংসরাজ
D. পণ্ডিত গুরুদত্ত

Q. 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কী ছিল?

A. 29শে মার্চ, 1857
B. 10ই মে, 1857
C. 1লা নভেম্বর, 1858
D. 11ই ফেব্রুয়ারী, 1860

Q. 'Poverty and Unbritish Rule in India' গ্রন্থটির রচয়িতা কে ?

A. রমেশচন্দ্র দত্ত
B. এ. ও. হিউম
C. অমর্ত্য সেন
D. দাদাভাই নওরোজী

Q. স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

A. অফিসিয়াল পার্টি
B. লিবারাল পার্টি
C. কনজারভেটিভ পার্টি
D. লেবার পার্টি

Q. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন?

A. তেজ বাহাদুর সপরু
B. জওহরলাল নেহরু
C. ভূলাভাই দেশাই
D. পূর্বে উক্ত সকলেই

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. ভারত ছাড়ো আন্দোলন
B. আইন অমান্য আন্দোলন
C. খিলাফত আন্দোলন
D. অসহযোগ আন্দোলন

Q. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভুত্থান ঘটে?

A. নীল বিদ্রোহ
B. পাবনা বিদ্রোহ
C. সাঁওতাল বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ