Q. ভারতের জাতীয় কংগ্রেসের 'জনক' বলে কাকে অভিহিত করা হয়?

Answer: এ. ও. হিউম

এ. ও. হিউম (এলান ওক্টোভিয়ান হিউম) কে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল।
এলান ওক্টোভিয়ান হিউম ব্রিটিশ ভারতের একজন রাজনৈতিক সংস্কারক এবং উদ্যান তত্ত্ববিদ, ১৮৬০ সালে তিনি অর্ডার অফ দা বাথ পদকে ভূষিত হন।

Related GK

Q. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

A. লর্ড রিপন
B. লর্ড ক্যানিং
C. লর্ড ডালহৌসি
D. লর্ড এলগিন

Q. আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে?

A. ক্যাপ্টেন মোহন সিং
B. শাহনওয়াজ খান
C. রাসবিহারী বসু
D. সুভাষচন্দ্র বোস

Q. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি ঘোষিত হয়?

A. নাগপুর কংগ্রেস
B. সুরাট কংগ্রেস
C. কলকাতা কংগ্রেস
D. লাহোর কংগ্রেস

Q. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কার উদ্যোগে তৈরি হয়েছিল?

Answer: আলেকজান্ডার ডাফ

1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হয়।

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
B. উপরের কোনোটিই নয়
C. ইন্ডিয়ান লিগ
D. ভারতীয় সাংবিধানিক সভা

Q. নীলদর্পণ নাটক কার রচনা ?

A. দ্বিজেন্দ্রলাল রায়
B. গিরীশচন্দ্র ঘোষ
C. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
D. দীনবন্ধু মিত্র

Q. 'মহারানীর ঘোষণাপত্রের' তারিখ কী ছিল?

A. 10ই মে, 1857
B. 11ই ফেব্রুয়ারী, 1860
C. 1লা নভেম্বর, 1858
D. 29শে মার্চ, 1857