Q. মনসবদারি প্রথা কে চালু করেন

Answer: আকবর

মনসবদারি প্রথা সম্রাট আকবর চালু করেন।

Related GK

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. হেমচন্দ্র ঘোষ
B. রাসবিহারী বসু
C. সুভাষচন্দ্র বসু
D. যদুগোপাল মুখোপাধ্যায়

Q. কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?

A. মৌলানা আবুল কালাম আজাদ
B. বি. আর. আম্বেদকর
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. মহাত্মা গান্ধি

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

A. বাংলার কারিগর
B. নীল চাষি
C. উপরোক্ত প্রতিটি শ্রেণীরই
D. ভূমিহীন মজুর

Q. মুঘল আমলে ভারতে প্রবর্তিত প্রধান দুটি ফসল হল

A. আলু এবং সরিষা
B. তামাক এবং ভুট্টা
C. নীল এবং ভুট্টা
D. বাজরা এবং চিনাবাদাম

Q. 'রাজতরঙ্গিনী' -র রচয়িতা কে?

A. হেরোডোটাস
B. মেগাস্থিনিস
C. কলহন
D. আল-বিরুনি

Q. বঙ্গভঙ্গ কবে রদ হয় —

A. 1909 সালে
B. 1907 সালে
C. 1914 সালে
D. 1911 সালে

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে
B. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
C. 'ভারত বিভাগ' -এর সঙ্গে
D. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে

Q. অলিভার স্টোন কে?

A. ঔপন্যাসিক
B. গীতিকার
C. অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা
D. অভিনেতা

Q. কোন তুর্কী সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন ?

A. ইলতুতমিস
B. আলাউদ্দিন খিলজি
C. মহম্মদ বিন তুঘলক
D. বলবন