Q. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন?

Answer: স্বামী দয়ানন্দ সরস্বতী

Related GK

Q. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?

A. লর্ড কার্জন
B. লর্ড ওয়েলেসলী
C. লর্ড লিটন
D. লর্ড ডালহৌসী

Q. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন?

A. মহঃ ইকবাল
B. ভগৎ সিং
C. লালা লাজপৎ রায়
D. সুভাষচন্দ্র বসু

Q. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে?

A. নভেম্বর, 1946
B. ডিসেম্বর, 1946
C. অক্টোবর, 1946
D. জানুয়ারী, 1947

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. কোল বিদ্রোহ
B. চুয়াড় বিদ্রোহ
C. সাঁওতাল বিদ্রোহ
D. সন্ন্যাসী বিদ্রোহ

Q. 'পাকিস্তান' প্রস্তাবটির জনক কে?

A. এইচ. এস. সুহরাওয়ার্দি
B. চৌধুরী রহমত আলি
C. আসফ আলি
D. মহম্মদ আলি জিন্না

Q. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল

A. ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল।
B. কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না।
C. উপরের কোনোটিই নয়
D. কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী।

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. হান্টার কমিশন
B. উডস ডেসপ্যাচ
C. মেকলে মিনিট
D. চার্টার অ্যাক্ট