Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Answer: সুভাষচন্দ্র বসু

Related GK

Q. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল

A. গৌহাটি অধিবেশনে (1926)
B. করাচী অধিবেশনে (1931)
C. মাদ্রাজ অধিবেশনে (1927)
D. লাহোর অধিবেশনে (1929)

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. মৌলানা আজাদ
B. ডঃ আনসারি
C. খান আব্দুল গফ্ফর খান
D. আব্বাস তায়েবজী

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
B. এ. ও. হিউম
C. মতিলাল নেহরু
D. বাল গঙ্গাধর তিলক

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

A. সরোজিনী নাইডু
B. ভিকোজী রুস্তম কামা
C. ভগিনী নিবেদিতা
D. অ্যানি বেসান্ত

Q. কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?

A. দীনবন্ধু
B. নীলদর্পণ
C. আনন্দমঠ
D. নীলদর্শন

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. রাজা রামমোহন রায়
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. মহাদেব গোবিন্দ রানাডে
D. বীরসালিঙ্গম পানতুলু

Q. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?

A. লর্ড কার্জন
B. থিওডোর বেক
C. লর্ড ডাফরিন
D. স্যার সৈয়দ আহমেদ খান