Q. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?

Answer: লালা হংসরাজ

Related GK

Q. কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠিত হয়েছিল?

A. 1 লা সেপ্টেম্বর, 1942
B. 10 ই আগস্ট, 1940
C. 11 ই মে, 1941
D. 1 লা অক্টোবর, 1939

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ইন্ডিয়ান লিগ
B. ভারতীয় সাংবিধানিক সভা
C. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
D. উপরের কোনোটিই নয়

Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?

A. রাসবিহারী বসু
B. উপরের কেউ নয়
C. ক্যাপ্টেন মোহন সিং
D. নেতাজী সুভাষ চন্দ্র বসু

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. মোরারজি দেশাই
B. চৌধুরী চরণ সিং
C. অটল বিহারী বাজপেয়ী
D. জয়প্রকাশ নারায়ণ

Q. বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

A. পেশোয়া দ্বিতীয় বাজীরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিষ্টাব্দে
B. মারাঠা ও আহম্মদ শাহ আবদালীর মধ্যে 1761 খ্রিষ্টাব্দে
C. রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে 1809 খ্রিষ্টাব্দে
D. টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে 1784 খ্রিষ্টাব্দে

Q. ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন

A. উইনস্টন চার্চিল
B. ভাইসরয় লর্ড ওয়াভেল
C. ক্লিমেন্ট অ্যাটলি
D. লর্ড মাউন্টব্যাটন