Q. 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857"?

Answer: ভাইসরয় লর্ড লিনলিথগো

Related GK

Q. 'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল

A. প্রফুল্ল চাকী দ্বারা
B. ভি. ডি. সাভারকর দ্বারা
C. ভগৎ সিং দ্বারা
D. ক্ষুদিরাম বোস দ্বারা

Q. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে?

A. অক্টোবর, 1946
B. নভেম্বর, 1946
C. জানুয়ারী, 1947
D. ডিসেম্বর, 1946

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে
B. 'ভারত বিভাগ' -এর সঙ্গে
C. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
D. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে

Q. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

A. লর্ড ডালহৌসি
B. লর্ড এলগিন
C. লর্ড রিপন
D. লর্ড ক্যানিং

Q. ’এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা কে?

A. ডেভিড হেয়ার
B. আলেকজান্ডার ডাফ
C. এইচ. ভি. ডিরোজিও
D. উইলিয়াম জোন্স

Q. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

A. ভগিনী নিবেদিতা
B. অ্যানি বেসান্ত
C. সরোজিনী নাইডু
D. ভিকোজী রুস্তম কামা

Q. 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন?

A. ভি বি প্যাটেল
B. এন এম যোশি
C. দাদাভাই নওরোজী
D. জি এল নন্দ

Q. ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন

A. সর্দার বল্লভ ভাই প্যাটেল
B. জওহরলাল নেহেরু
C. ডঃ বি আর আম্বেদকর
D. মোহনদাস করমচাঁদ গান্ধী