Q. সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল?

Answer: লোথাল

লোথাল  সিন্ধু সভ্যতার একটি বড় বন্দর।লোথাল বন্দরটি বর্তমানে ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত।1954 সালে এটি আবিষ্কৃত হয়।

Related GK

Q. নিম্নলিখিত কোন রাজবংশের শাসন 'ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ' নামে পরিচিত?

A. প্রতিহার রাজবংশ
B. গুপ্ত রাজবংশ
C. লোধি রাজবংশ
D. সেন রাজবংশ

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

A. চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
B. খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
C. হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ
D. লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ

Q. গান্ধিজির আইন-অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

A. লর্ড আরউইন
B. লর্ড হার্ডিঞ্জ
C. লর্ড মিন্টো
D. লর্ড লিনলিথগো

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. মুকুন্দ দাস
B. কাজী নজরুল ইসলাম
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. লালন ফকির

Q. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবি ঘোষিত হয়?

A. নাগপুর কংগ্রেস
B. সুরাট কংগ্রেস
C. কলকাতা কংগ্রেস
D. লাহোর কংগ্রেস

Q. 'গদর' শব্দের অর্থ কী?

A. স্বরাজ
B. মুক্তি
C. স্বাধীনতা
D. বিপ্লব

Q. 'সুল-ই-কুল' নীতি প্রবর্তন করেন —

A. আকবর
B. ঔরঙ্গজেব
C. মহম্মদ শাহ
D. জাহান্দার শাহ

Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন

A. মতিলাল নেহরু
B. সুরেন্দ্র নাথ ব্যানার্জী
C. এ. ও. হিউম
D. বাল গঙ্গাধর তিলক