Q. নিম্নের কোন বামন গ্রহে প্রচুর পরিমাণ মিথেন(Ch4) গ্যাস রয়েছে ?

Answer: প্লুটো

Related GK

Q. কোলকাতায় মেট্রোরেল চালু হয়

A. 1986 খ্রিঃ
B. 1989 খ্রিঃ
C. 1988 খ্রিঃ
D. 1984 খ্রিঃ

Q. লুনি নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে?

A. আরাবল্লী পাহাড়
B. সিন্ধু নদী
C. সাতপুরা পাহাড়
D. হিমালয় অঞ্চল

Q. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?

A. বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন
B. নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ
C. হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি
D. পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন

Q. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

A. লক্ষ্ণৌ
B. ভোপাল
C. দেরাদুন
D. দিল্লি

Q. সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ____

A. পুষ্পগিরি
B. আনাইমুদি
C. অরোয়া-কোন্ডা
D. মহাবালেশ্বর

Q. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে

A. মাথাভাঙ্গা নদী
B. ভাগীরথী নদী
C. জলঙ্গী নদী
D. মহানন্দা নদী

Q. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

A. পিণ্ডারি
B. গঙ্গোত্রী
C. হিসপার
D. সিয়াচেন

Q. Where is pearl fishing done in India ?

A. Tuticorin
B. Nhava Sheva
C. Kandla
D. Cochin

Q. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

A. তিস্তা ও রায়ডাক
B. তিস্তা ও করলা
C. জলঢাকা ও তোর্সা
D. তিস্তা ও জলঢাকা