Q. 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়?

Answer: বাল গঙ্গাধর তিলক

Related GK

Q. বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন?

A. নিজাম-উদ-দ্দৌলা
B. মীর কাশিম
C. মীরজাফর
D. সুজা-উদ-দৌলা

Q. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল?

A. উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
B. হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
C. কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া
D. সিমলা কনফারেন্স আহ্বান করা

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. কোল অভ্যুত্থান
B. সাঁওতাল অভ্যুত্থান
C. গোর্খা অভ্যুত্থান
D. মুণ্ডা অভ্যুত্থান

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. আইন অমান্য আন্দোলন
B. ভারত ছাড়ো আন্দোলন
C. খিলাফত আন্দোলন
D. অসহযোগ আন্দোলন

Q. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

A. উডস ডেসপ্যাচ
B. চার্টার অ্যাক্ট
C. হান্টার কমিশন
D. মেকলে মিনিট

Q. কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?

A. ডান্ডি মার্চ
B. রাওলাট আইন
C. চৌরিচৌরা
D. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড

Q. নিচের কে ‘খুদাই খিদমতগার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?

A. খান আব্দুল গফফর খান
B. খান আব্দুল কোয়াইয়মখান
C. আব্দুল রব নিস্তার
D. শকাতুল্লাহ আনসারি

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. জয়প্রকাশ নারায়ণ
B. অটল বিহারী বাজপেয়ী
C. মোরারজি দেশাই
D. চৌধুরী চরণ সিং