Q. 'চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের' পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কর মস্তিষ্ক সক্রিয় ছিল?

Answer: সূর্য সেন

Related GK

Q. কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়?

A. বক্সারের যুদ্ধ, 1764
B. চতুর্থ মহীশুর যুদ্ধ, 1799
C. তৃতীয় মহীশুর যুদ্ধ, 1790-92
D. পলাশীর যুদ্ধ, 1757

Q. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —

A. পীর ফকির মজলিস
B. দেওবন্দ স্কুল
C. খিলাফৎ কমিটি
D. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ

Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয়?

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. রামমোহন রায়
C. স্বামী বিবেকানন্দ
D. বি. জি. তিলক

Q. 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —

A. 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
B. 'ভারত বিভাগ' -এর সঙ্গে
C. 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে
D. মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে

Q. কোন আইনে ভারতীয়দের শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক একলক্ষ টাকা বরাদ্দ করা হয়?

A. 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন
B. 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন
C. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন
D. 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন

Q. ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. রাসবিহারী বসু
B. সুভাষচন্দ্র বসু
C. হেমচন্দ্র ঘোষ
D. যদুগোপাল মুখোপাধ্যায়