Q. কোন আইন কে 'Black-Bill' বলা হত?

Answer: Rowlatt অ্যাক্ট -কে

Related GK

Q. 'উলগুলান' শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

A. গোর্খা অভ্যুত্থান
B. মুণ্ডা অভ্যুত্থান
C. কোল অভ্যুত্থান
D. সাঁওতাল অভ্যুত্থান

Q. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. মহম্মদ আলি জিন্না
B. সৈয়দ আমীর আলী
C. লর্ড মাউন্টব্যাটেন
D. মহম্মদ শেখ আবদুল্লা

Q. খোদা-ই-খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. ডঃ আনসারি
B. খান আব্দুল গফ্ফর খান
C. আব্বাস তায়েবজী
D. মৌলানা আজাদ

Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন?

A. রাজেন্দ্র প্রসাদ
B. মৌলানা আজাদ
C. জহরলাল নেহেরু
D. পট্টভি সীতারামাইয়া

Q. 1932 সালে 'অল ইন্ডিয়া হরিজন সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন কে?

A. সুভাষচন্দ্র বসু
B. জহরলাল নেহরু
C. সি. আর. দাশ
D. এম. কে. গান্ধি

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. অটল বিহারী বাজপেয়ী
B. জয়প্রকাশ নারায়ণ
C. মোরারজি দেশাই
D. চৌধুরী চরণ সিং

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. রাজাগোপালাচারী
B. চমনলাল
C. মহাত্মা গান্ধী
D. বল্লভভাই প্যাটেল