Q. কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে 'ভারত ছাড়' আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে?

Answer: ওয়ার্ধা

Related GK

Q. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে কাকে অভিহিত করা হয়?

A. রাজা রামমোহন রায়
B. বীরসালিঙ্গম পানতুলু
C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D. মহাদেব গোবিন্দ রানাডে

Q. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. দেবেন্দ্রনাথ ঠাকুর
B. হরিশ চন্দ্র মুখার্জি
C. রামমোহন রায়
D. অক্ষয় কুমার দত্ত

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. লর্ড ডালহৌসি
B. উইলিয়াম বেন্টিঙ্ক
C. লর্ড ক্যানিং
D. লর্ড কর্নওয়ালিস

Q. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত

A. কোলকাতা
B. রাঁচি
C. দিসপুর
D. খড়গপুর

Q. ভারতের সংবিধান গৃহীত হয়েছিল

A. ভারতীয় ন্যাশনাল কংগ্রেস
B. উপরের কোনোটিই নয়
C. ভারতীয় সাংবিধানিক সভা
D. ইন্ডিয়ান লিগ

Q. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি "বান এসেছে মরা গাঙে" গানটি রচনা করেন ?

A. লালন ফকির
B. কাজী নজরুল ইসলাম
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. মুকুন্দ দাস

Q. হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচকমণ্ডলীরূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল

A. মন্টেগু চেমসফোর্ড রিফর্মস
B. মাউন্টব্যাটেন পরিকল্পনা
C. মিন্টো-মরলে রিফর্মস
D. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935

Q. সিধু ও কানহুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

A. চুয়াড় বিদ্রোহ
B. কোল বিদ্রোহ
C. সন্ন্যাসী বিদ্রোহ
D. সাঁওতাল বিদ্রোহ

Q. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে?

A. লর্ড কর্ণওয়ালিস
B. লড ডালহৌসি
C. লর্ড ওয়েলেসলি
D. জন শোর