Q. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?

Answer: 26 November 1949

২৬ শে নভেম্বর ১৯৪৯  সালে ভারতের সংবিধান গৃহীত হয়।

Related GK

Q. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন

A. স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
B. লর্ড মাউন্টব্যাটেন
C. স্যার সিরিল রাডক্লিফ
D. স্যার পেথিক লরেন্স

Q. সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?

A. লর্ড ক্যানিং
B. লর্ড ডালহৌসি
C. উইলিয়াম বেন্টিঙ্ক
D. লর্ড কর্নওয়ালিস

Q. কে বলেছেন, "চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে" ?

A. মার্টিন লুথার কিং
B. কার্ল মার্ক্স
C. নেলসন ম্যান্ডেলা
D. এম. কে. গান্ধী

Q. মুঘল আমলে ভারতে প্রবর্তিত প্রধান দুটি ফসল হল

A. নীল এবং ভুট্টা
B. বাজরা এবং চিনাবাদাম
C. তামাক এবং ভুট্টা
D. আলু এবং সরিষা

Q. প্যারিসের সন্ধি কবে হয়?

Answer: 1763 খ্রিস্টাব্দে

প্যারিসের সন্ধির ফলে ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটার পাশাপাশি কর্নাটকের তৃতীয় যুদ্ধের (1756-63) অবসান ঘটে এবং ভারতে ইংরেজ ও ফরাসিদের মধ্যে শান্তি স্থাপিত হয়।

Q. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার

A. তিনস্তর
B. চারস্তর
C. দ্বিস্তর
D. একস্তর

Q. কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন

A. বারদৌলি আন্দোলন
B. ভারত ছাড়ো আন্দোলন (quit India movement)
C. স্বদেশী আন্দোলন
D. আইন অমান্য আন্দোলন (civil disobedience movement)