Q. ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ কবে চন্দননগরের ফরাসি ঘাঁটি দখল করে?
Answer: 23 March 1757
Note: আলিনগরের সন্ধির কিছুদিন পরে চন্দননগর ঘাঁটি দখলের মাধ্যমে বাংলা থেকে ফরাসিদের আধিপত্য চূর্ন হয়।
Answer: 23 March 1757
Note: আলিনগরের সন্ধির কিছুদিন পরে চন্দননগর ঘাঁটি দখলের মাধ্যমে বাংলা থেকে ফরাসিদের আধিপত্য চূর্ন হয়।
Answer: 1763 খ্রিস্টাব্দে
Note: প্যারিসের সন্ধির ফলে ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটার পাশাপাশি কর্নাটকের তৃতীয় যুদ্ধের (1756-63) অবসান ঘটে এবং ভারতে ইংরেজ ও ফরাসিদের মধ্যে শান্তি স্থাপিত হয়।
Answer: সুরাটে
Note: ইংরেজরা ভারতের সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে 1613 খ্রিস্টাব্দে।
Answer: 1498 খ্রিস্টাব্দে
Note: ভারতে সর্ব প্রথম বাণিজ্য করতে আসে পর্তুগিজ নাবিক ভাস্কোদাগামা, 1498 খ্রিস্টাব্দে তিনি ভারতের কালিকট বন্দরে পৌঁছায়।
Answer: 9th ফেব্রুয়ারি 1757
Note: 1756 খ্রিস্টাব্দের 20 june নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন। রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানি কলকাতা পুনর্দখল করে। সিরাজউদ্দৌলা পুনরায় কলকাতা অভিযান করেন কিন্তু এবার ব্যর্থ হন এবং আলিনগরের সন্ধি স্বাক্ষরিত করেন। এই সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য করার, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার পায়।