Q. ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ কবে চন্দননগরের ফরাসি ঘাঁটি দখল করে?

Answer: 23 March 1757

আলিনগরের সন্ধির কিছুদিন পরে চন্দননগর ঘাঁটি দখলের মাধ্যমে বাংলা থেকে ফরাসিদের আধিপত্য চূর্ন হয়।

Related GK

Q. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয়?

A. নেপাল
B. মরিশাস
C. বাংলাদেশ
D. ভুটান

Q. কে 'স্পিরিট অফ ইসলাম' লিখেছিলেন?

A. সৈয়দ আমীর আলী
B. মহসিন উল-মুলক
C. থিয়োডোর বেক
D. আব্দুল ওয়াহাব

Q. কেন্দ্রে প্রথম অ-কংগ্রেসী সরকারের নেতৃত্ব দেন

A. মোরারজি দেশাই
B. অটল বিহারী বাজপেয়ী
C. চৌধুরী চরণ সিং
D. জয়প্রকাশ নারায়ণ

Q. আকবর 'ইবাদতখানা' নির্মাণ করেন কোন সালে?

A. 1571 খ্রিস্টাব্দে
B. 1562 খ্রিস্টাব্দে
C. 1575 খ্রিস্টাব্দে
D. 1568 খ্রিস্টাব্দে

Q. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়

A. খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম -এ
B. চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর -এ
C. লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম -এ
D. হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর -এ

Q. দীনবন্ধু মিত্র রচিত 'নীল দর্পণ' গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?

A. ভূমিহীন মজুর
B. নীল চাষি
C. উপরোক্ত প্রতিটি শ্রেণীরই
D. বাংলার কারিগর

Q. অলিভার স্টোন কে?

A. ঔপন্যাসিক
B. গীতিকার
C. অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা
D. অভিনেতা

Q. 'ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ' — কে প্রতিষ্ঠা করেন?

A. সুভাষ চন্দ্র বসু
B. রাসবিহারী বসু
C. জহরলাল নেহেরু
D. মহাত্মা গান্ধী

Q. মুসলীম লীগ অন্তর্বর্তী কালীন সরকারে যোগদান করেন কবে?

A. ডিসেম্বর, 1946
B. নভেম্বর, 1946
C. জানুয়ারী, 1947
D. অক্টোবর, 1946