Q. প্যারিসের সন্ধি কবে হয়?

Answer: 1763 খ্রিস্টাব্দে

প্যারিসের সন্ধির ফলে ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটার পাশাপাশি কর্নাটকের তৃতীয় যুদ্ধের (1756-63) অবসান ঘটে এবং ভারতে ইংরেজ ও ফরাসিদের মধ্যে শান্তি স্থাপিত হয়।

Related GK

Q. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন?

A. লর্ড ওয়েলেসলী
B. লর্ড ডালহৌসী
C. লর্ড কার্জন
D. লর্ড লিটন

Q. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন?

A. মহঃ ইকবাল
B. লালা লাজপৎ রায়
C. সুভাষচন্দ্র বসু
D. ভগৎ সিং

Q. Aga Khan Palace, which served as a jail for Mahatma Gandhi and other freedom fighters during Quit India Movement, is located in which of the following states?

A. মহারাষ্ট্র
B. পশ্চিমবঙ্গ
C. হরিয়ানা
D. অন্ধ্রপ্রদেশ

Q. কোন আন্দোলনের সময় থেকে বল্লভ ভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন

A. স্বদেশী আন্দোলন
B. বারদৌলি আন্দোলন
C. ভারত ছাড়ো আন্দোলন (quit India movement)
D. আইন অমান্য আন্দোলন (civil disobedience movement)

Q. জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কার উদ্যোগে তৈরি হয়েছিল?

Answer: আলেকজান্ডার ডাফ

1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ এর উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন তৈরি হয়।

Q. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?

A. ভারতের কমিউনিস্ট পার্টি
B. ভারত সভা
C. মুসলিম লিগ
D. বেঙ্গল জমিদার লিগ