Q. আলিনগরের সন্ধি কবে ক্ষরিত হয়?

Answer: 9th ফেব্রুয়ারি 1757

1756 খ্রিস্টাব্দের 20 june নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে এবং কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন। রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানি কলকাতা পুনর্দখল করে। সিরাজউদ্দৌলা পুনরায় কলকাতা অভিযান করেন কিন্তু এবার ব্যর্থ হন এবং আলিনগরের সন্ধি স্বাক্ষরিত করেন। এই সন্ধির শর্ত অনুসারে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্য করার, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার পায়।

Related GK

Q. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন?

A. চমনলাল
B. মহাত্মা গান্ধী
C. বল্লভভাই প্যাটেল
D. রাজাগোপালাচারী

Q. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন?

A. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
B. ধন্দো কেশব কার্ভে
C. স্যার উইলিয়াম হান্টার
D. স্যার সৈয়দ আহমেদ খান

Q. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —

A. লর্ড ওয়েভেল
B. লর্ড মাউন্টব্যাটেন
C. চক্রবর্তী রাজাগোপালাচারী
D. ক্লিমেন্ট এটলি

Q. কেন রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি প্রত্যাখ্যান করেছিলেন?

A. আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে
B. বঙ্গবিভাজনের বিরুদ্ধে
C. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে
D. অসহযোগ আন্দোলন স্তব্ধ হবার বিরুদ্ধে

Q. ভারতের জাতীয় কংগ্রেসে'র প্রতিষ্ঠাতা সভাপতি কে?

A. এ. ও. হিউম
B. ডব্লু. সি. বনার্জী
C. এস. এন. ব্যানার্জি
D. জি. কে. গোখলে

Q. গণপরিষদের সভাপতি কে ছিলেন?

A. জহরলাল নেহরু
B. সি. রাজাগোপালাচারী
C. রাজেন্দ্র প্রসাদ
D. বি.আর. আম্বেদকর

Q. বীরবলের আসল নাম কি ছিল ?

A. রামদাস
B. ভগবান দাস
C. শ্যাম দাস
D. মহেশ দাস