Q. জালিয়ানওয়ালাবাগ -এর হত্যাকান্ড কবে এবং কোথায় হয়েছিল ?

Answer: 1919, অমৃতসর

জালিয়ানওয়ালাবাগ -এর হত্যাকান্ড 1919, অমৃতসরে হয়েছিল। 1919 সালের 13ই এপ্রিল এই হত্যা কাণ্ড ঘটে।

Related GK

Q. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. আল্লাহ বক্স
B. জাফর আলি খান
C. করম শাহ
D. ফজলুল হক

Q. Aga Khan Palace, which served as a jail for Mahatma Gandhi and other freedom fighters during Quit India Movement, is located in which of the following states?

A. পশ্চিমবঙ্গ
B. হরিয়ানা
C. অন্ধ্রপ্রদেশ
D. মহারাষ্ট্র

Q. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

A. শিশির কুমার ঘোষ
B. রবার্ট নাইট
C. শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
D. গিরিশ চন্দ্র ঘোষ

Q. পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত

A. রাঁচি
B. খড়গপুর
C. কোলকাতা
D. দিসপুর

Q. নিচের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন?

A. নেতাজী সুভাষচন্দ্র বোস
B. তেজ বাহাদুর সাপ্রু
C. মোহনদাস করমচাঁদ গান্ধী
D. আবুল কালাম আজাদ

Q. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

A. লর্ড রিপন
B. লর্ড এলগিন
C. লর্ড ডালহৌসি
D. লর্ড ক্যানিং

Q. নিচের কে ‘ব্রাহ্মসমাজে’র সক্রিয় নেতা ছিলেন না?

A. অক্ষয় কুমার দত্ত
B. কেশবচন্দ্র সেন
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. স্বামী বিবেকানন্দ

Q. কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধির বিখ্যাত 'ডান্ডি পদযাত্রা' দিয়ে শুরু হয়?

A. ভারত ছাড়ো আন্দোলন
B. খিলাফত আন্দোলন
C. আইন অমান্য আন্দোলন
D. অসহযোগ আন্দোলন